মন খারাপ ভারী অভদ্র। হুটহাট যখন তখন এসে হামলে পড়ে। এক্কেবারে যেন ওই "বিন বুলায়ে মেহমান।" বেশ তো একটা সুন্দর উইকেন্ড চলছিল। ছিল পর্যাপ্ত প্ল্যানস, এদিকে দেখো। কেমন বেহায়া নির্লজ্জর মতো এসে সব ভেস্তে দিয়ে যাবে।
মন খারাপ ভারী অসভ্য। এই এত্ত ডেডলাইনস। এত এত কাজ। এদিকে দেখো, ঠিক এসে সমস্ত বিবেক বিবেচনা বুদ্ধি সব হাইজ্যাক করে নেবে। একটা পারমিশন পর্যন্ত নেবে না?
মন খারাপ ভারী খামখেয়ালি। কারণে অকারণে সেই কোন প্রি হিস্টোরিক যুগের কোন এক ফালি "চিরস্থায়ী বন্দোবস্ত"র জেরে মস্তিষ্কের যে মালিকানা নিয়ে বসে আছে, ব্যাটা হৃৎপিন্ডটাকে হৃদয় না করে ছাড়বেই না।
মন খারাপ ভারী নাছোড়বান্দা। ওরে, বাঁ দিকের ওই চিনচিনটা নিয়ে মন তো সেই কবে থেকে কন্ডিশন্ড হয়ে আছে। তবুও, মাঝে মধ্যেই এসে নিজের উপস্থিতিটা জানিয়ে দিয়ে যাবেই যাবে।
মন খারাপ বড্ড অভিমানী। সে আসবে। তাকে আপ্যায়ন করতে হবে। নইলে... নইলে তাকে (দুঃখ)বিলাসের দিনে হাজার ডাকলেও, ফিরেও তাকাবে না।
মন খারাপ চিরকালীন। শাশ্বত।
No comments:
Post a Comment