মন খারাপ "স্পটিফাই"এর চেয়েও বেশি এফিশিয়েন্ট। হাজার মাইল দূরে কে কোথায় অরিজিৎ সিং শুনছে। এ ঠিক টের পেয়ে যায়।
মন খারাপ হলো সেই ডেটল লিক্যুইড বা ডোমেক্স ফ্লোর ওয়াশ। যতই ধুয়ে মুছে রাখো, সেই ০.০১% দুঃখ জীবাণুগুলো থেকেই যাবে।
মন খারাপ সেই সুইস ব্যাংকের একাউন্ট। সমস্ত সুখ আহ্লাদ জমা করে নেয়। ফিরিয়ে আর দেয় না কক্ষনো।
মন খারাপ একদম সাধারণ জ্বরের মতো। ছাপোষা। যখন তখন আসে। স্নেহের জলপট্টি পড়লেই নিরাময়। খানিকটা সংক্রামকও বটে।
মন খারাপ আসলে বড্ড ঘরোয়া।
No comments:
Post a Comment