Friday, June 28, 2019

বিবাহ অভিযান ১

- আচ্ছা শোনো, লেটস গেট ম্যারিড।
- রিজন?
- তুমিও বিয়ে করবে করবে ভাবছ, আমিও তাই। দুজনের ফ্যামিলিও ইন্সিস্ট করছে। প্লাস আমরা দুজনে দুজনকে চিনি। খুব একটা অসহ্য কারুরই কারুকে লাগেনা। সো...
- মেকস সেন্স বলছ?
- হ্যাঁ।
- বেশ। করাই যায়।
- তবে হ্যাঁ, আই কাম উইথ আ লট অফ ইমোশনাল ব্যাগেজেস।
- আই অ্যাম নো লাইট ট্র্যাভেলার ইদার!
- তাও, দুজনের কম্বাইন্ড লাগেজ হয়তো পারমিসিবল লিমিটে থাকবে।
- হোপ সো।
- তাহলে ডান ডিল ধরি?
- দাঁড়াও, কয়েকটা বক্তব্য আছে।
- বলো।
- রাদার দাবী।
- নির্দ্বিধায় বলে ফেলো।
- বছরে দুটো ভেকেশন চাই। ফাইভ স্টার, exotic কিছু না। তবে বেড়ানো।
- যদি বলি তিনটে?
- অত ছুটি কে দেবে?
- পয়েন্ট! চলো, নেক্সট?
- তোমার এই এনভিয়েবল বইয়ের কালেকশনে আমায় হাত দিতে দেবে তো? অন্যদের তো দিতে চাও না।
- হ্যাঁ অবশ্যই। আর কিছু?
- দাঁড়াও। হাঁপিয়ে গেলে নাকি? আরো কয়েকটা আছে।
- বলো।
- এত বিষয়ে পড়াশোনা করো, এত গভীর জ্ঞান... মাঝে মাঝে আমায় গল্পের ছলে এসব শোনাতে হবে।
- খুব খুশি হবো!
- গুড। ভালো ভালো ছবি তুলে দিতে হবে। সব ফেসবুকে দেবো না। তাও। বি মাই পার্সোনাল ফোটগ্রাফার।
- মাই প্লেজ্যার!
- ব্যস। আপাতত আর কিছু মনে পড়ছে না। পরে পড়লে বলবো।
- বেশ তো। সব পয়েন্টেই আমি রাজি।
- তোমার কিছু বক্তব্য আছে?
- আমার তেমন কিছু না। ওই ইউজ্যুয়াল রেস্পেক্ট, ইক্যুয়ালিটি এটসেট্রা এটসেট্রা।
- হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো বাই ডিফল্ট।
- তাহলে ভালোই। আমার আর কিছু বলার নেই।
- ও, মনে পড়েছে। তুমি রান্না করতে ভালোবাসো, আমি ততটাও না। তাই রান্নার লোডটা শেয়ার হবে এমনভাবে যে মেজরিটি রান্না তুমিই করবে। ভালো মন্দ খাওয়াবে রেঁধে বেড়ে। আমি নাহয় উইক্লি ডাইন-আউটের খরচটা বেয়ার করবো।
- ওকে। আর?
- কী করে বুঝলে এর মধ্যেই আমার আরেকটা পয়েন্ট মাথায় এসে এগছে?
- বন্ধু তো রে বাবা। সব বুঝে যাই।
- গুড। নেক্সট পয়েন্ট, দুজনেই মোটা। বলছি না স্লিম অ্যান্ড ট্রিম হতে হবে। কিন্তু বেসিক মিনিমাম ওয়ার্ক-আউট করবো। একসাথে। বি মাই ওয়াকিং পার্টনার অ্যাট লিস্ট। হ্যাপি হরমোনসরিলিজ হবে। গুড ফর আস।
- ঠিক আছে। এগ্রিড।
- ওকে। ডান ডিল দেন।
- লেটস রেইজ আ টোস্ট টু দিস ডিল। চিয়ার্স।
- চিয়ার্স। টু নিউ বিগিনিংস।


No comments:

Post a Comment