Saturday, June 29, 2019

বিবাহ অভিযান ২

- তোমার পাহাড় ভালো লাগে নাকি সমুদ্র?
- পাহাড়।
- সমুদ্র একটুও ভালো লাগে না?
- না তেমন না।
- শিওর?
- হ্যাঁ।
- ঠিক তো?
- আরে বাবা। এই সামান্য জিনিস নিয়ে এত প্রশ্ন কেন!
- আসলে হানিমুন প্যাকেজটা সমুদ্রের ধারে বুক করেছিলাম। তাই। ঠিক আছে। ক্যানসেল করে নেব।
- ক্যান্সলেশন ফিজ?
- তা ভালোই যাবে।
- তাহলে থাক।
- কী থাক?
- প্যাকেজ যেমন আছে, থাক। সমুদ্রেই না হয় যাবো।
- না না। তুমি পাহাড় ভালোবাসো তো।
- তুমি তো সমুদ্র ভালোবাসো।
- ঠিক আছে। সে না হয় পরের ভেকেশন সমুদ্রে হবে। বছরে দুটো তো যাওয়ার কথা হয়েই আছে।
- তাও। আমার চয়েসটাই প্রায়োরিটি পাচ্ছে।
- তাতে কী। নেক্সট টাইম আমারটা পাবে।
- তবুও...
- বেশ, এত যখন খুঁতখুঁত করছো, খোঁজ নিই ডেট পাল্টানো যায় কি না। আগে তাহলে টুক করে তিনদিনের জন্য দার্জিলিং থেকে ঘুরে আসি। তারপর সমুদ্র। যেখানে বুক করেছি।
- দেখো।
- দেখলাম। হবে না। রিসিডিউলিং করতেও খরচ ভালোই।
- তাহলে আর জিজ্ঞেস করলে কেন?
- না মানে তোমার ওপিনিয়ন নেওয়াটা উচিত বলে।
- ওপিনিয়ন আদৌ নিচ্ছ?
- বলছি তো ক্যানসেল করে দিই।
- ফালতু ফালতু খরচ হবে। তারপর তো আমায় কথা শোনাবে।
- না না সে কেন। এ বাবা।
- না থাক। সমুদ্রই চলো।
- শিওর?
- উফ। বললাম তো।
- বেশ। তাহলে কিন্তু এর ক্যানসেল করছি না।
- বললাম তো।
- ঠিক আছে। কনফার্ম করে দিলাম।
- করে দিলে?
- হুম। কেন?
- না কিছু না।
- আরে, বলো?
- না।
- বলবে তো?
- সেই দেখলে তো, তোমার চয়েসটাই প্রাধান্য পেলো।
- আরে আমি তো তোমায় এতবার করে জিজ্ঞেস করলাম। তুমিই তো বললে টু গো এহেড।
- সে তো মুখে বলেছি। মিন করেছি নাকি?
- সে আবার কী কথা? মুখে এক, মনে আরেক?
- অবশ্যই। তুমি আমার কথা শুনবে না। আমি তারপর গোঁসা করবো। মান অভিমান হবে। তবে না দাম্পত্য?
- বোঝো ঠ্যালা!
- দেখো বাপু, চব্বিশ ঘন্টা হয়েছে ডিল ডান করেছি। ই কমার্স রিটেল সাইটেও উইদিন ২৪ আয়ার্স ফ্রি রিটার্ন, নো কোয়েশ্চেন আসকড। চান্স আছে তোমার। চাইলে ফিরে যেতে পারো।
- নাঃ। রিটার্ন আমি করিনা। এক্সচেঞ্জ করি খুব। এই ক্ষেত্রে এক্সচেঞ্জ পলিসি আছে?
- বুড়োর কত শখ দেখো না! হুহ।

(কালকেই আপনারা মশারি, ওয়াশিং মেশিন, থালা বাসন ইত্যাদি পয়েন্টস রেইজ করলেন। দেখুন, সংসার শুরুই করেনি। তার আগেই কেমন ঝামেলা লেগে গেছে!!)

No comments:

Post a Comment