Monday, June 24, 2019
তুয়ার হিজিবিজি ১৮
ফ্রেশার্সের পর মাস দুয়েক কেটে গেছে। তুয়ার জীবনে এসেছে পরিবর্তন। যে মেয়ে নিয়ম করে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়তো, সেই এখন রাতের পর রাত জাগছে। মেসেঞ্জারে অনন্ত আড্ডা চলে মকবুলের সাথে। সিনেমা গান রাজনীতি। সব। মকবুল খুব সুন্দর কথা বলে। মন জয় করে ফেলতে পারে মুহূর্তেই তার শব্দবাণে। তুয়ার ভারী ভালো লাগে কথা বলতে। গল্প করতে করতে এতটাই মজে যায়, বেশিরভাগ দিনই ভোরের আলো ফুটতে দেখে চোখ বোজে দুজনে।
তুয়া গিনিকে সব কথা বলে। গিনি একটু আধটু সাবধানে বাণী শোনায় বটে। এত মাখামাখি, কী ব্যাপার। পরমুহূর্তেই আবার ভাবে, না। হয়তো ছেলেটা সত্যিই তুয়াকে ভালোবাসে। তুয়াও "হ্যাপি"। অন্তত অনেকদিন পর তুয়ার মধ্যে একটা প্রাণ দেখে গিনি। খুশি হয়। তুয়াও বেশ উপভোগ করছে। সারাদিন কলেজে চুপচাপ থাকে। মকবুলের ক্লাসে কোনো বাড়তি অভিব্যক্তি নেই। দুজনের কেউই প্রায় কারুর সাথে কথা বলে না। এমন কি সোশ্যাল মিডিয়াতেও না। মকবুল ক্লাসের বাকিদের সাথে বেশ বন্ধুর মতো মিশে গিয়েছে। হৈ হৈ গল্প গুজব ঠাট্টা ইয়ার্কি সব হয়। যেন ওদেরই একজন। কিন্তু তুয়াকে যেন ইচ্ছে করেই এভয়েড করে। তুয়ার বন্ধুরা ব্যাপারটা হয়তো লক্ষ্য করেছে। এক দুবার কেউ কেউ বলেওছে। এত কীসের নাক উঁচু যে মকবুলকে পাত্তাও দেয় না তুয়া। তুয়া চুপ থাকে। কিছু বলে না।
কিন্তু প্রতি রাতে ওদের মেসেঞ্জারে চ্যাট চলে। গোটা দুনিয়ার থেকে একদম গোপনে। অগোচরে। গিনি এই নিয়ে একবার কথা তুলেছিল বটে। কিন্তু তুয়া গা করেনি। ফেসবুকের একটা পোস্ট উল্টে শেয়ার করেছিল গিনির সাথে। the best relations are those which leave no trace in social media.
দেখতে দেখতে আরো দিন কাটতে থাকে। পুজোর ছুটি পড়তে আর সপ্তাহ দুই বাকি। তুয়ার খুব ইচ্ছে করে মকবুলের সাথে বেরোতে। হাতে হাত রেখে ঘুরতে। খোলা মাঠে। নীল আকাশ। সব সাক্ষী রেখে "ভালোবাসি" বলতে। চিৎকার করে। কিন্তু মকবুল কখনো রাজি হয়না। বার তিনেক বলেছে ও। মকবুল প্রতিবারই আর কদিন যাক। কে দেখে ফেলবে, এইসব বলে থামিয়ে দিয়েছে তুয়াকে। তুয়া একটু দমে যায়। আর বলেনা। অভিমান করে। কিন্তু মকবুল কথার জাদুতে ওর সেই অভিমান কাটিয়ে দেয়। মান ভাঙায়।
হঠাৎ একদিন মকবুল মেসেজ করে, "এই শুক্রবার, ক্লাস কাটবে? চলো কোথাও যাই।"
তুয়ার আনন্দের সীমা ধরে না। অবশেষে ওর স্বপ্ন পূরণ হতে চলেছে। আনন্দে লাফিয়ে ওঠে। হাতে আর তিনদিন। গিনিকে এক্ষুণি চাই। ওকে বলতেই হবে সবটা।
কাউন্টডাউন শুরু হয় তুয়ার।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment